তানভীর আহাম্মেদ / নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বীরগঞ্জে স্কুল ছাত্রী সুমনা রানি সুমিকে অপহরণে দুই মাস দশ দিন পর ফেরত দিয়েছে একটি চক্র।
অপহরণকৃত স্কুলছাত্রীর সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী(১২)। তার বাড়ি পৌরসভার দক্ষিণ সুজালপুর হরিবাসর এলাকায়।
অভাবের সংসার পরিবারের তাই( বাবা- মার) পাশাপাশি স্কুল ছুটির পর হোকার বিকাশ ঘোষের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করতো সুমনা রানি সুমি।
ওই ছাত্রীর পরিবারে অভিযোগ, গত ১০ অক্টোবর বাড়ি থেকে বান্ধবী আনিকার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। অপহ্নত ওই কিশোরীর পরিবার পাগলের মতো দুই মাস ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মিলছিলো না অপহৃত স্কুলছাত্রীর (১ ডিসেম্বর) ভুক্তভোগী পরিবার এ ঘটনায় বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে (৬ ডিসেম্বর) অপহরণকৃত স্কুলছাত্রীকে বাসায় ফেরত দেয় শিশু পাচারের চক্রটি। অপহরণকৃত ওই স্কুল ছাত্রী বলেন, তাকে হোকার বিকাশ ঘোষ ও তার স্ত্রী অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে স্কুলছাত্রীর জন্ম নিবন্ধনের কাড,(বাবা- মার) ভোটার আইডি কার্ডের ফটোকপি চায় শিশু পাচার চক্রটি।
এলাকায় খবর নিয়ে জানা যায়, বিকাশ ঘোষ এর স্ত্রীর দীপু ঘোষের একটি কিডনি নেই, এর আগেও এভাবে একটি মেয়েকে অপহরণ করেছিল তারা
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত চলছে তদন্ত শেষে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম