বার্তা ডেস্ক :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এড়াতে জাতীয় নির্বাচনে কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শুরুতে পাইলট আকারে স্থানীয় সরকার নির্বাচনে পদ্ধতির প্রয়োগ করা হবে।
সোমবার (৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
প্রায়ই আভিযোগ আসে, ভোটে জয় নিশ্চিত করতে অনেকে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা না দিতে ভয় দেখান। নির্বাচনে অনিয়ম বন্ধ ও প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে এবার বিকল্প পরিকল্পনা নিয়েছে কমিশন। এই লক্ষ্যে এমন প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন এই নির্বাচন কমিশনার। আহসান হাবিব খান বলেন, অনেকেই মনোয়ন জমা দিতে বাধাগ্রস্ত করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন জয়ী হয়েছেন। এটা কোনো ক্রেডিট না। খেলার মাঠে খেলোয়াড় নাই, আমি জিতলাম, প্রথম। সভ্য এই জগতে, স্মার্ট বাংলাদেশে এটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি না।
এজন্য বিধি সংশোধনের প্রয়োজন হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। আরও জানিয়েছেন, সেক্ষেত্রে কেবল অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশনার বলেন, অল্প শিক্ষিত হলেও পাসপোর্ট ও এনআইডিসহ বিভিন্ন কাজে অনলাইনের অভ্যস্ততা থাকায় খুব একটা সমস্যায় পড়তে হবে না।
আহসান হাবিব খান বলেন, প্রথমে ইউনিয়ন, পরে উপজেলা ও সিটি করপোরশেন এবং এরপর অবশ্যই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ম চালু করা আমাদের উদ্দেশ্য। রাজনীতিবিদরা এটিকে অবশ্যই গ্রহণ করবেন, যেহেতু উনারা ডিজিটাল বাংলাদেশের নাগরিক।
ইভিএম প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, নির্বাচনে স্বচ্ছতা বাড়াতে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। তবে অর্থ প্রাপ্তির ওপর এর ব্যবহার ও সংখ্যা নির্ভর করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম